Koster sms 2020 (কষ্টের এস এম এস) is the best way to share your koste vora mon (sad mind) with your friends, girlfriend and your family using your facebook and whatsapp status, so let's see the best bangla koster sms in bangla font and bangla koster pic.
![]() |
Koster sms |
Koster sms 2020
Welcome to bangla Koster sms 2020, In this post you will get many many awesome and fresh new bangla koster sms or sad sms. You will get many sad sms on the Google but this sad koster sms are very special from other website.
Bangla breakup sms is also known as koster sad sms. If you share bengali sad shayari for breakup sms, then it will be very easy to share your feeling with someone. Here you will see all type of sms like bangla sad sms, love sms, brekup sms etc that's are very sad and emotional.
- বলেছিলে পিথিবীর সবকিছু বদলে গেলেও বদলাবেনা তুমি বোকার মতো সেই কথাটা bissash করে ছিলাম আমি । আজ পিথিবীর সব ঠিক আছে শুধু বদলে গেলে তুমি । কেনো ???
- আমাকে ছাড়া যদি সুখি হতে পারো, তাহলে আর ফিরে এসো না।কিন্তু, আমি হীনা তুমি যদি কষ্টে থাক, তবে ফিরে এসো আগের মতোই ভালোবাসবো তোমাই কথা দিলাম।
- পৃথিবীতে কেউ কেউ এতো ভাগ্যবান যে,মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় । আর কেউ কেউ এতো হতো ভাগা যে, অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়।
- জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি। আর সেজন্য তুমি আজ অনেক দূরে। কিন্তু সে দিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, যে দিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না।
- কাউকে এমনকথা বলো না ,পরে Sorry বলতে হয় .... এমন ভাবেদুরে সরিয়ে দিও না ,পরে miss করতে হয় ....এমন কস্ট দিও না পরে চোখের জল ফেলতে হয়।
- ভালোবাসা এক অদ্ভুদ অনুভূতি, যখন ছেলেটি বুঝে তখন মেয়েটি বুঝে না * যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না * যখন দুজনেই বুঝে তখন পৃথিবী বুঝে না ।
- আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেলো, আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো, নদীর পাড়ে লিখলাম, নদীর পানি ভাসিয়ে নিয়ে গেল, কিন্তূ যখনই হ্নদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
- জীবনের প্রথম সম্পর্ক, অনেক আনন্দের। জীবনের প্রথম চাওয়াটা, অনেক দামি। জীবনের প্রথম ভালবাসা, অনেক সুন্দর। আর জীবনের প্রথম দুঃখ খুব কষ্টের।
- মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দুরে,, ভালবাসি এই কথাটি বলবো না আর তোরে.. সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে,, না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে!!
- আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে ---! আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে ---! আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে --! ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে ---!
- কাউকে বেশি miss করো না প্রেমে পড়ে যাবে ---! কাউকে কষ্ট দিয়ো না পরে নিজেই কষ্ট পাবে----!কাউকে ভালোবেস না হারিয়ে যাবে ---! কাউকে পেয়ে ভুলে যেয়ো না তা হলে সারাজীবন কষ্ট পাবে --
Bangla koster sms
- পৃথিবীর সবচেয়ে নির্লজ্জবস্তু হলো কষ্ট ! যতই তুমি তাকে দূরে রাখনা কেনো , সে বার বার তোমার কাছে ফিরে আসবে ! সুখের কথা আর কী বলব ! সেতো বড়ই স্বার্থপর.......
- চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে..!
- রাজ্য হীন রাজা আমি, ঢেউ হীন নদী, তাই তো একা বসে নীরবে আমি কাঁদি। পথ হীন পথিক আমি, নৌকা হীন মাঝি, কষ্টের পাহাড় বুকে নিয়ে সব সময় হাসি।
- হয়তো সারা জীবন তোমাকে না দেখে, তোমার সাথে কথানা বলা থাকতে পারবো কিন্তু তোমার কথাচিন্তা করি না এমন কোনো মুহূর্ত নাই...
- হাতে একটা কাচের গ্লাস নাও। কাচেরগ্লাসটি মাটিতে ছুড়ে মারো। গ্লাসটি কি ভাংছে ? হ্যাঁ ভাংছে। ভাঙা গ্লাসটি কে বল তুমি দুঃখিত। হ্যা বলেছি। গ্লাসটি কি আবার আগের অবস্থায় ফিরে গেছে ? না কিছুকি বুঝতে পেরেছেন ? মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই কষ্ট চলে যায় না ।
- একলা আমি…বড় একলা সময়…আধার যেনো এই মনের শহরবৃষ্টি ঝরে এই হৃদয় জুরে…সারা রাত-সারা দিন আর প্রতিটি প্রহর…
- কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু সময় ভাগ্য তাকে ছিনিয়ে নেয় এই হল বাস্তব পৃথিবীতে যা চাইতা পেতে পেতে হারাই।
- সুখ বলে দুঃখ রে তুই কান্দিস কেন বল? কার কারণে তোর চোখেতে আসে শুধু জল। দুঃখ বলে যারে নিয়ে বেধেঁছি আমি ঘর। তোমায় পেয়ে সে আমায় করে দিল পর...
Valobashar koster sms
- ও"চাঁদ" তোমার মতো আমি ও একা। তোমার চার পাশে যেমন "মেঘ" আছে, তেমনি করে আমার চার পাশে আছে অজানা সব "কস্ট", আমি বুঝিনা জীবনটা কেন এমন?
- পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল ! যার ১% পানি এবং ৯৯% অনুভুতি !! হৃদয়হীন কার জন্য চোখের জল নষ্ট কর না কারণ সবাই এর মূল্য দিতে পারে না !!
- তুমি যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করবে,তখন পেছনে ফিরে তাকাবে না । পেছনে ফিরে তাকানোর অর্থহলোঃ মায়া নামক ভ্রান্তি কে প্রশ্রয় দেয়া ।___হুমায়ূন আহমেদ ।_
- কিছু কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এল, জলকে বললাম তুই হটাৎ কেন বাইরে এলি বল? জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়, কি করে সইবো বল এত কষ্টের ভীড়? আমি হতবাক....
- চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,, কারন কি জানেন?? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট...!!
কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে ।কাঁদায় তো সুখ. যে আসে. আবার চলে যায় ।দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময়, কিছু স্মৃতি ।যা একজন মানুষকে সারাটি জীবন কষ্ট দেয় !!!
- একদিন চলে যাবো হয়তো দেখা হবে না সপ্নে আসবো হয়তো চিনবে না দূর থেকে ডাকবো হয়তো সারা দিবে না তাই দূর থেকে বলছি আমায় ভুলে যেওনা আমি তোমাকে অনেক ভালবাসি ।
- মনে করে কি হবে, আর সেই পুরনো কথা ।। যা ছিল সুখ সব নিয়ে গেছো, আর দিয়ে গেছো এক বুক ব্যাথা। আমি তো বেশী কিছু চাই নি, শুধু চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা ।। এতটুকু যদি নাই বা দিতে পারলে, তবে কেন এত কাছে টেনেছিলে ?? ছলনার মায়াজালে বেঁধে আমায়, কেন এতটা কষ্ট দিলে ??
Koster sms bangla
- ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে অন্য কাউকে নয়, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু আমার সময়টা যে খারাপ, এক বার হাত ধরাতে এই অবস্থা দ্বিতীয় হাত ধরলে বাকি জীবনটা শেষ হয়ে যাবে। তোমাকে পাওয়াটা আমার ভগ্যে নায়।
- ভুল বুঝা বুঝি দিয়ে জীবনের শুরুটা হয়, কিন্তু তাকে সারা জীবন পাগলের মতো ভালোবেসেছি, আজও বাসি আগের মতো। আমি জানি সেও আমাকে ভালোবাসে কিন্ত সমস্যা টা হলো সামান্য ভুল বুঝা বুঝি।কারন আমি বিশ্বাস করে বন্ধু ভেবে সবশেয়ার করতাম, আমি অপরাধী হলে আড়াল করে লুকিয়ে চলতাম। আমার সবকিছু তোমার, তোমার সবকিছু কেন আমার না ! আমি অপেক্ষায় থাকলাম তোমার জন্য, জানি একদিন ফিরে আসবে..!!
- জীবন-পুস্তকে কিন্তু উত্তরাবলী পিছনে দেওয়া থাকে না....
- বেদনা হলো এমন একটা আলোড়ন, যেটা জীবন নামক তরঙ্গের অস্তিত্বটাই প্রমাণ করে ..
- ক্রোধ , অশ্রু ও বিমর্ষতা তাদেরই জন্যে যারা হাল ছেড়ে দেয় ..
- দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো , কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি ...
- তোমার চলে যাওয়ার কথা ছিলো তুমি চলে গেছো আমার হারানোর কথা ছিলো আমি হারিয়েছি কিন্তু পার্থক্য শুধু এইটুকু... আমাকে ভালোবেসে তুমি অল্প একটু সময় হারিয়েছো আর এই অল্প সময়ে আমি আমার পুরা জীবনটাকে হারিয়ে ফেলেছি....
- অশ্রু হলো এমন শব্দ যা হৃদয় মুখে প্রকাশ করতে পারে না
- জন্ম আনন্দময়, মৃত্যু শান্তিময় ; শুধু এই দুটির মধ্যে সরণটাই বেদনায় ভরা ...
- দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো দুঃখ আর কিছুতেই নেই ...
- চলে তো গেলে !! যাওয়ার সময় একটুও ভাবলে না আমার কি হবে ? কিছুই বলিনি তোমাকে । আমায় তুমি শুধু ভুল ই বুঝেছো । তাতে আমার কোন দুঃখ নেই । আমি আজ পর্যন্ত কাউকেই সুখি করতে পারিনি । তোমাকেও পারিনি । কিন্তু তোমাকে অনেকটা ভালোবেসেছি , অনেকটা । এতটুকু ভালোবাসার বিনিময়ে এই প্রতিদানটা কখনো আশা করিনি ।
- দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসাবে তোমাকে খুজি আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি
Koster sms pic
- দুঃখকে দুরে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখো , তাহলে সুখও আটকে যাবে ..
আমি চাই তুমি সব সময়সুখে থাকো !কষ্ট যেনতোমাকে স্পর্শ না করে ! আমি জানি না পাওয়ার কি বেদনা, অনুভবও করতে পারি, একাকিত্বের যন্ত্রনা! আমি জানি অশ্রুভেজা নয়নে কিভাবে হাসতে হয়।আমি কষ্টকে আপন করে নিয়েছি। তুমি পারবেনা সহ্য করতে আমার মত করে ! তাই তুমিই সুখে থেকো তোমার কষ্টগুলো আমাকে দিয়ে।
- সব ভালো জিনিসই একদিন না একদিন শেষ হয়ে যায় , কিন্তু মন্দ জিনিস চিরকাল ধরেও চলতে পারে ...
- যদি কোনো বন্ধুকে হাসি মুখে না দেখতে পাও , তবে নিজেরটাই দিয়ে দাও !
- আমি দাড়াবনা আর কখনো তোমার পথ আগলে, আমি চলে গেছি তোমার থেকে অনেক দূরে, তুমি আর জানতে চেওনা আমি কেমন আছি,দূর থেকে শুধু বলে যাব আজো তোমায় ভালোবাসি।
- তুই তোর মতো করে ভালোবাসিস অন্য কাউকে আজ, আমি আমার থেকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...! অন্য আকাশে উড়ে দেখিস সুখটা কাকে বলে, ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...! কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যায় জলে, বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে....!!
Bangla valobashar koster sms
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি...... পেরোতে চাই না একা ..... এই পথের নাম পাবে নিজের দাম ..... তুমি একবার দিলে দেখা
- জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত ,,, তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম ,, কারন, কোন একসময় যদি ফিরে আসো,,,, তাহলে দেখাতাম ,,,তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি ,,
- জীবনে একটা দারুন স্বপ্ন ছিল শুরু না হতেই ভেংঙ্গে গেল একটা আশার প্রদিপ ছিল জ্বলতে গিয়েই নিবে গেল একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগেই হারিয়ে গেল।
- সুখ বলে দুঃখ রে তুই কান্দিস কেন বল? কার কারণে তোর চোখেতে আসে শুধু জল। দুঃখ বলে যারে নিয়ে বেধেঁছি আমি ঘর. 2my পেয়ে সে amy করে দিল পর.
- কিছু কিছু কথা আছে বলতে পারিনা’ এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা. এমন কিছু ফুল আছে তুলতে পারিনা আর এমন 1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা.
- নিরবে ভিজে যায় চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা, জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন, আমার এই জীবনে কি আসবে না সূখের দিন।
- সুখ আমার দাদার শালা সুখের দরজায় জাপানি তালা। দুঃখ আমার জীবন সাথী মামার বাড়ীর আবদার নাকি। সুখের ছোয়া চাইতে মানা দুঃখ করে তাল বাহানা!
- জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত , তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম , কারন, কোন একসময় যদি ফিরে আসো, তাহলে দেখাতাম ,তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি।
- এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
- মানুষ জীবনে ৬ বার হেরে যায়। (1) টাকার কাছে। (2) ভালবাসার কাছে। (3) সময়ের কাছে। (4) বিবেকের কাছে। (5) বন্ধুত্বের কাছে। (6) অবশেষে মরণের কাছে।
- তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. । ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..।
Bangla koster sms bangla font
- আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তি আমার মাঝে নেই।
- আসবি তুই কবে ? পাগলি তুই ফিরে। যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি। পাগলি তুই ফিরে আয়।
- জগতে খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকেসরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা।
- তুমি যদি না বুঝ। বুঝবে আমায় কে? তুমি যদি পর ভাব, আপন ভাববে কে? তুমি যদি কস্ট দাও, সুখ দিবে কে? তুমি যদি ভুলে যাও। মনে রাখবে কে?
- নরম কাঁদা একবার পুরে যদি ইট হয়ে যায়,, এরপর যতই পানি ঢালা হোক না কেন,, তা আর গলেনা বরং ভারি ও শক্তিশালী হয়। মানুষের মনও ঠিক এ রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না....!!
- আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি. আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি। আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ, মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ ।
- জীবনের প্রথম প্রেমের স্ম্তি, কোনদিন ভোলা যায় না. দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোরা লাগে না. যে ভালবাসে সে জানে তার মনের কি ব্যথা প্রলয়ংকারী ঝড়ে ভাঙে তার দেওয়া কথা.তার দিকে নীরবতা কেন নেমে আসে, সুখ দুরে গিয়ে কেন, দুঃখকে কেছে টানে.
>
- কষ্ট নিয়ে জীবন শুরু কষ্ট নিয়ে শেষ, কষ্ট কে ভালোবেসে কষ্টে আছি বেশ। কষ্ট নিয়ে সুখি আমি কষ্ট নিয়ে দুঃখি, কষ্ট গুলো বুকের মাঝে জমা করে রাখি।
- লোহার মত মনেও যদি একবার মরিচা এসে যায় তাহলে তা আর দূর করা যায় না ....বাড়ির ভিতর থেকে যেমন লোহা বের করা ঠিক করা যায় না তেমনি মনকেও আর স্থির করা যায় না ....
- কেন এসেছিলে মনের আঙিনায়? কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়? কেনই বা ভালবেসে ছিলে আমায়? আর আজ কেনই বা হারিয়ে গেলে, আমায় ফেলে দুর অজানায়....!
- আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়, মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়, জলে আগুন পরবাসি বুকের ভিটায়, চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়। ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,তবু কেন তোমার তরে লাগে যে মায়া। মনে ভাসে সারা লগন তোমারই ছবি, তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই জলে আগুন পরবা।
- বৃষ্টি রে তুই আসবি কবে...? আমায় একটু বল...! তোর জন্য রেখেছি ধরে আমার চোখের জল...! কাঁদবো আমি তখন,, তুই আসবি যখন...! খুঁজবে না কেউ আর আমার কান্নার কারন...!!
- তোমার চলে যাবার খুব বেশি কি তাড়া ছিল? এতো তাড়াতাড়ি তবে কেন গেলে? খুব বেশি কি তাড়া ছিল চলে যাবার, খুব বেশি কি তাড়া ছিল ভুলে যাবার?
বাংলা এস এম এস
![]() |
বাংলা এস এম এস |
- দুই পাখির দুই মন "যদি হয় এক মন" দুই মনের একটি আশা "এর নাম ভালবাসা" ফুল ফুটে বা প্রেম হয় গোপনে বাড়ির পাশে প্রেম করলে সুখ নেই কার জীবনে.
- একটি গাছে 2টি পাখি বেধে ছিল বাসা " সে বাসাতে থাকবে বলে কৱে ছিল আসা " হঠাত্ এক দিন ঝৱ এসে ভেঙগে দিল বাসা, সে দিন থেকে ভেঙগে গেল আমাৱ ভালোবাসা"
- স্বপ্নহীন মানুষের কোন বর্ণ থাকে না কিছু করার থাকে না,কিছু চাওয়ার থাকে না, কোথাও যাবার থাকে না, কিছু দেবার থাকে না, পাওয়ার থাকে না, কোন কষ্ট থাকে না, কোন স্বপ্ন থাকে না ।
- দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান, বেথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান, মন যদি নৌকা হয় মাঝি হবে কে? সবাই যদি পর ভাবে আপন হবে কে?
- এক সময় তুমি আমার জীবনে ফুল ফুটানো ফাল্গুন ছিলে। জোত্স্না ছড়ানো চাঁদ ছিলে। স্বপ্ন দেখানো রাত ছিলে। কিন্তু এখন অশ্রু ঝরানো বৃষ্টি হলে কেন???
- প্রিয়তমা..... নাহিদা কেমন আছো? হইতো আমাকে সেরে ভালোই আছো! কিন্তু আমি তোমাকে সেরে একদমি ভাল নেই । তোমার স্রিত্রি গুলো আমাকে প্রতিনিওতো কাঁদায় । ২০ টাকার একটি কার্ড কিনছিলাম তোমার সাথে কথা বলার জন্য সেই কার্ড টা ডয়ারের ভিতর এখোনো আছে ! তুমি আর কথা বললেনা তাই জত্ন করে রেখে দিসি ইতি তোমার...
- কখনোই বুঝলে না তুমি, আমার এই মনের কষ্ট গুলো । তাতে বিন্দু মাত্র কষ্ট নেই আমার, সত্যি বলছি জমে থাকা কষ্ট গুলো খুব কাদাঁয় আমাকে । একটাই আফসোস, কখনো দেখাতে পারবো না তোমাকে, কতো টা ভালোবেসেছি, ভালোবাসি, আর ভালোবাসবো চিরদিন ।
- তোমাকে হারানোর ভয়ছিলো এখন আমার আর সেইভয় নেই____কারন তুমি তো এখন আমার নওতুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে____এখন আর আমি তোমাকে হারানো ভয় করি না_
প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে,আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে-তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়।
কষ্টের স্ট্যাটাস
![]() |
কষ্টের স্ট্যাটাস |
পৃথিবীর অন্যতম দুর্লভ জিনিস হলো ভালোবাসা ... আর যাই হোক, ওটা অত সহজে পাওয়া যায় না ... হাজার হাজার মানুষের ভীড়েও তোমাকে কেউ একজন ভালোবাসে, ব্যাপারটা মোটেও সস্তা না ... কিন্তু সেই মানুষটার প্রতি তোমার কোন অনুভূতি কাজ না করলে, নিশ্চিত ভাবেই তার ভালোবাসাকে তোমার কাছে মূল্যহীন মনে হবে !! একমুখী ভালোবাসা বড্ড নিষ্ঠুর ... একটা মানুষ দিনের পর দিন্ রাতের পর রাত কাঁদতে থাকে, কিন্তু সেই চোখের পানি অন্য মানুষটাকে একদমই স্পর্শ করে না ... একটা মানুষ প্রতিদিন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে যায় অন্য মানুষটার জন্য, অন্য মানুষটার কাছে সেই অপেক্ষার কোনই মূল্য থাকে না !!
- পরিণতি জেনেও কেউ কেউ ভুলতে পারে না, সরতে পারে না, আশা ছাড়তে পারে না ... বুকের ভেতর জন্ম নেয়া ভালোবাসাটা একটা নিষ্পাপ শিশুর মত ... যত যাই হোক, একবার জন্মে গেলে, তাকে কিছুতেই ফেলে দেয়া যায় না ... ফেরত যেতে হবে জেনেও সে তাই বারবার ভালোবাসার মানুষটার দুয়ারে কড়া নাড়তে থাকে !!
- এখন আর স্বপ্ন আঁকি না দুচোখের কোণে.........নেই কোন আশা আজ আমার পোড়া মনে......♣ এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে.........যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে............♣ আজ তার সবটুকুই যে মুছে গেছে......তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে.........♣ কষ্টের মায়া জালে হৃদয়টা হয়।
- ভুলবোনা কোনদিন আমি তোমাকে, যত দুরে যাও তুমি ছেড়ে আমাকে, সারা জীবন ধরে তোমায় করব আমি স্মরন, তোমায় ভোলার আগে যেন হয় আমার মরন.
- কেন আমি মনে কষ্ট পাব কেনই বা, কাদবো,কারন আমি হারিয়েছি তাকেই যে আমাকে ভালবাসে না.. কিন্তু সে হারালো এমন এক জন কে যে তাকে তার জীবনের চেয়েও বেশি ভালবাসে. আমাকে তুমি ভালবাস নি তাতে আমার কোন দুঃখ নেই.আমার দুঃখ শুধু এতটুকই যে তুমি আমাকে বুঝলে না
- বড্ড স্বার্থপর মানুষ সে অন্যের ভালোবাসা ফিরিয়ে দিতে ভালোবাসে কিন্তু নিজে ভালোবাসা নিয়ে ফেরত যেতে একদমই ভালোবাসে না !!
My Openion On Koster sms Bangla
Bangla Koster sms 2020 about my openion If you're really liked or loved our Bangla Koster bangla font then please subscribed our blog website and support us, Thank you so much and stay with us! must read this Morning love sms in bangla.
0 comments: