Bangla Koster Sms
রাতের পর রাত গেল, দুঃখ গুলার নাই কোনো ঠিকানা, তার ছিলো ছেলের নেশা, তা আর আমি জানতাম না, এক সময় সে ছিল আমার জান, নাম তার তাসনিয়া জামান 💔💔💔💔💔। #প্যারাময়_জীবন
আমাদের আলাপটা আর বেশ কিছুদিন আগে হলে বড্ড ভালো হত।
যতটা আগে হলে, তোমার বন্ধু না হয়ে প্রেমিকা হতে পারতাম, ঠিক ততটা আগে।
স্বীকার করি, আমাদের মধ্যে প্রেম এসেছিল,
নিজেদের অজান্তেই। তুমিও বোঝোনি, আমিও বুঝিনি।
তারপর যখন আমরা বুঝতে পারি, তখন সময়, পরিস্থিতি আর আমাদের বোঝার সুযোগ দেয়নি।
আমাদের ভালোবাসা বড্ড বেশি দেরীতে হল।
আর তার থেকেও বেশি দেরী হলো "ভালোবাসি" বলায়।
আমাদের আলাপটা আর বেশ কিছুদিন আগে হলে বড্ড ভালো হত।
Bangla Koster Sms in Bangla Font
জীবনে এই প্রথমবার শরতের আকাশে ভাসতে থাকা মেঘ, হাওয়ায় ভেসে বেড়ানো শিউলী ফুলের গন্ধ, শপিংমলের ভীড়, আমাকে আর আগের মত ভাবাচ্ছে না।
আমায় আর ভাবাচ্ছে না, প্রিয়বন্ধুর হঠাৎ বদলে যাওয়া।
ভাবাচ্ছেনা প্রেম, ভালোবাসা বা সংসার ও।
কিংবা হয়ত ভাবতে চাইছিনা কাউকে নিয়ে।
কেউ বিশ্বাস নিয়ে খেললে আগের মত কষ্টও হয়না এখন আর।
ব্যস্ততার অজুহাতে দূরে সরে যাওয়া মানুষগুলোর জন্য কোনো অভিমান বা অভিযোগ তুলে রাখতে ভুলে গেছি কবেই! নির্দ্বিধায় "আমি ভালো নেই" বলতে পারতাম যে মানুষগুলোকে। তারা মৃত্যুর পর, আমার সরল বিশ্বাসে আকাশের তারা হয়ে জন্মেছে। তাদের রোজ দূর থেকে দেখি, কাছে যাওয়া হয় না।
ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো, কারো কারো মুখ দেখে হঠাৎ ভীষণ মায়া হয়, মনে হয় আবার বিশ্বাস করি, ভরসা করি, মনে যা আছে সব একে একে খুলে বলি তাকে, তার সামনে গিয়ে বলি, "এই ছেলে আমার বন্ধু হবি?" তারপর ভাবি,
"এ পৃথিবীতে মায়া বাড়ানোর চেয়ে বড় পাপ আর কোনোকিছুতে নেই" আবার একটা শরৎ এলো।
এলো আর একটা ভালো থাকার সময়। হে আল্লাহ, আমরা যারা ভালো থাকতে ভুলে গেছি, তুমি তাদের "ভালো থাকার" মাঝে ভরিয়ে তুলো...
Must Read Best friendship sms bangla
Bangla koster sms 2020
আমি বিশ্বাস রাখি, এ পৃথিবীর প্রত্যেকটা অসুখ স্রেফ ভালোবাসায় সেরে যায়। 🙂
"বিশ্বাস"গড়তে অনেক সময় লাগেকিন্তু ভাঙ্গতে এক মিনিটওসময় লাগে না!
প্রচন্ড জোরে চিৎকার করে কান্নার মত, বিশ্বাস ভেঙে যাওয়ারও একটা আওয়াজ থাকে।শুধু পাশের মানুষটাই শুনতে পারে না, এই যা... 🙂
গোলাপের গায়ে কাঁটার মতই, রুমালের কাছে চোখ প্রিয়আঘাত সামলে চওড়া হাসি, তবু জানল না কাকপক্ষীও..
জানতে, যাকে যায়না ভাঙা লক্ষ ঝড়ে,ভেতর ভেতর ভাঙছে জেনো, তবুও সে..এখনও সেই আগের মত হোঁচট খেলেমনে পড়ে তোমার বলা "সাবধানে যেও
দেখো, এ শহরের বুকে তোমার নামেজ্বালানো একটা প্রদ্বীপের আলোয়তোমার শহরের প্রত্যেকটা কোণায়আলো জ্বলে উঠবে..
বড়ো হওয়ার ভীড়েছোটবেলাটা যে কখন ফুরিয়ে গেল,তা বুঝে উঠতেই পারিনি..
সম্মান ও ভালোবাসা একে অপরের"পরিপূরক"
Must read Eid Mubarak SMS in Bangla
Bangla Koster SMS for girlfriend
বাস্তব বলে"সম্পর্ক শেষ..সে নাকি এখনআমার অতীত !!"মন বলে,"সম্পর্ক শেষ মানেই যে ভালোবাসবোনাএমনটা আবার হয় নাকি !!"
আলোয় মোড়া শহর জানে নামৃতদেহের চিৎকার,তোমার ফেরার ট্রেন ছাড়লেইআমার জগৎ অন্ধকার..
সাবধানী আজ তোমার মতইনিজের প্রতিটা পদক্ষেপে..নাহলে কে আর কাটাতে চায় বলোবাকিটা জীবন আক্ষেপে..!!
এই শহরের সব মিথ্যে প্রেমের দিব্যিআমার নিয়ে আর কোনদিনপ্রেমের কবিতা লিখোনা..
ভাষায় মানুষ নয়!!মানুষের মানসিকতার পরিচয়পাওয়া যায়..
সম্পর্কে নয়বিশ্বাসেবাঁধতে চাই তোকে..
অতীত ঘেঁটে দেখো,তোমার মত বেইমানি আমিকখনও করিনি..
যারা সত্যিকারের ভালোবাসেতারা মোনাজাতে কাঁদে.!😪- কখনো অভিশাপ দেয় না.!
Bangla Koster SMS collection
তুমি আমার জান
তোমার জন্য দিতে পারি আমার এই জীবন
যতদিন দেহে থাকবে এই প্রাণ
তোমাকে সর্বদা ভালোবেসে যাবে এই মন
Tumi amar janTomar jonno dite pari amar ei jibonZotodin dhe thakbe pranTomake sorboda valobese jabe ei mon
আমি জানিনা তোমাকে ভালোবাসি কিনা
কিন্তু তোমাকে যখন দেখি তখন হৃদয়ে শিহরণ জাগে
বেড়ে যায় বুকের ধকধকানি মনে হয় তোমার সাথেই যদি বাকি সময় টুকু কাটাতে পারতাম!
এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ
Ami janina tomake valobasi kinaKintu tomake jokhon dekhi tokhon hridoie sihoron jageBere jai buker dhokdhokani. Mone hoi tomar sathei zodi baki somoituku katate partam! Eta jodi valobasa hoi tahole ami tomake valobasi. I love you
আকাশ যেমন তার বুকে চাদকে আগলে রাখে
সমুদ্র যেমন তার দ্বীপকে আগলে রাখে
সেইরূপে আমিও তোমাকে আমার বুকে আগলে রাখব
কারণ আমি তোমাকে ভালোবাসি
আই লাভ ইউ
Akash jemon tar buke cadke agle rakheSomudro zemoj tqr dipke agle rakheSeirupe amio tomake amar buke agle rakhboKaron ami tomake valobasiI love you
টুইংকেল টুইংকেল লিটিল স্টার
আমার মতো ভাল তোমাকে বাসবেনা আর কেউ
হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর
তোমার জন্য জীবন দিতে ভাববো না একবার
Twinkle twinkle little starAmar moto valo tomake basbena kaw arHow I wonder what you areTomar jonno jibon dite vabbo na ekbar
Bangla koster sms photo
Bangla khub dukher sms
তুমি আমার জান তুমি আমার প্রান
তোমার জন্য এই জীবন করে দিব কোরবান
তুমি আমার মনের মানুষ তোমায় দিয়েছি মনটা
তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় দিনটা
আমি তোমাকে ভালোবাসি
আই লাভ ইউ
Tumi amar jan tumi amar pranTomar jonno ei jibon kore dibo korbanTumi amae moner manus tomai diesi montaTomar kotha vabte vabte kete jai dintaAmi tomake valobasiI Love You
তোমাকে ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায় করেছি
আর তার শাস্তি হিসেবে তোমাকে চায় অথবা মৃত্যুদন্ড
কোনটা দিবে সেটা তোমার হাতে ছেড়ে দিলাম
কারন আমি তোমাকে আমার জীবনের থেকে ভালবাসি
আই লাভ ইউ
Tomake valobasa Jodi onnai hoi tahole ami sei onnai koresiAr tar sasti hisebe tomake cai othoba mrittudondoKonta dibe seta toma hate sere dilamKaron ami tomake amr jiboner thekeo besi valobasiI Love You
কোনো লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে উপরে উঠতে চায়
কোনো পাখি যেমন তার ডানায় ভর করে আকাশ জয় করতে সমর্থ হয়
ঠিক তেমনি আমি তোমার ভালোবাসাকে অবলম্বন করে জীবন যাত্রায় উপরে উঠতে চায়, জয় করতে চায় সকল দুঃখ
Kono lota jemon brikkhoke obolombon kore upore uthte caiKono pakhi jemon tar danai vor kore akash joi korte somortho hoiThik temoni ami tomar valobasake obolombon kore jibon jatrai upore uthte cai, joy korte cai sokol dukkho.
Hridoy vanga koster sms
সমুদ্র থেকে যেমন অনবরত জল তোলা হলেও এর জল কম পড়েনা
আকাশের তারা যেমন সর্বদা গুণতে থাকলেও যেমন গুণে শেষ করা যাবেনা
ঠিক তেমনি তোমার আর আমার মধ্যে যতই দূরত্ব থাকুক ভালোবাসা কখনো কমবে না
Somudro theke jemon onoboroto jol tola holeo er jol kom porenaAkasher tara jemon sorboda gunte thakleo jemon gune ses kora jabenaThik temon e tomar ar amar moddhe jotoi durotto thakuk valobasa kokhono kombena
ওহে প্রিয়তমা তোমার কথা ভাবছি সারাক্ষন
তোমার জন্য অপেক্ষা করতে রাজি আজীবন
তুমি বললে দিয়ে দেব এই জান
তবু তোমায় ছাড়বে না এই মন
তোমার জন্য অপেক্ষা করবো ভালবাসার আশায়
তোমার প্রেমে সিক্ত করবো বলে এ হৃদয়
Ohe priotoma , tomar kotha vabsi sarakkhonTomar jonno opekkha korte raji ajibonTumi bolle die debo ei janTobu tomai sarbe na ei monTomar jonno opekkha korbo valobasar asaiTomar preme sikto korbo bole e hridoy
Koster Sad Sms in English Font
Ami valo nei jiboner kono golpo likha holo na holo na kuno dairy sudui ovinoy chana pagta fulo aj khoy khoy porche r jorche sopno harar moton.
Ami kmon achi ki korchi er jaanar kuno hushiar millo na. sudi aka vad vanga nodir moton gorchi r na paua sopner pecho dourachi.
Dourachi to dorachi pechene obhela nittantoi beyarar moton. Sriti kutha aj bondo kore boshe ache jokhon na pauya badona gulo hariye jaye chiro ochena deshe thokhon shudui bache thake nisshash.
Bangla broken heart SMS
Rater por rat galo dukho yolar jat sudi pore ache abeshe deho name borno khana.
Ha tai too jibon boro okullo pathar shesh j miler pothe shuni shudu duk duk sobdo r adar vora sash, bloche kotha jabi nena amay tule.
Jabi jokhon ja jibon name theme. Joto din jay r jay totoi alo kome. Oi nil pahare sonal jal bada, bole bunbi amay to ja niye ay manik roton sathe dori.
Torto moron neshar jak, gurte gurte tor paye betha pak.Ki tor koster sima roilo na tai na.
Also, see Friendship status in Hindi
Bangla breakup SMS
Bangla Koster SMS and Bangla sad SMS If you've really liked or loved our Bangla Koster Bangla font then please subscribed to our blog website and support us, Thank you so much and stay with us!
#Stay Home
#Stay Safe